প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি? Na2CO3 কে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি কাকে বলে?


প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি কাকে বলে?

প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হলো: যেসব পদার্থকে প্রকৃতি থেকে বিশুদ্ধরুপে সংগ্রহ করা যায়, যারা বায়ুর বিভিন্ন উপাদান যেমন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, পানি প্রভৃতি দ্বাড়া আক্রান্ত হয় না, যাদের মাধ্যমে দ্রবণ প্রস্তুত করলে দ্রবণের ঘনমাত্রা বহুদিন পর্যন্ত অপরিবর্তিত থাকে এবং যাদেরকে নিক্তি দ্বারা সরাসরি ব্যবহার করা যায় তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে।

যেমন - Na2CO3, H2C2O4, 2H2O, K2Cr2O7, CaC2O4  ‍প্রভৃতি হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ।


প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এর বৈশিষ্ট্য:


১. এদের প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়।

২. ঘনমাত্রা বহুদিন অপরিবর্তিত থাকে।

৩. এরা পানিগ্রাসী নয়।

৪. বায়ুর বিভিন্ন উপাদান যেমন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, পানি প্রভৃতি দ্বাড়া আক্রান্ত হয় না।
৫. ত্বকের কোনো ক্ষতি করেনা।


Na2CO3 কে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় কেন?

Na2CO3 উপরের বৈশিষ্ট্যগুলো মানে বলে এটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ।


আরো পড়ুন:

*

Post a Comment (0)
Previous Post Next Post

ADS

ADS