স্কিটো সিমের ব্যালেন্স চেক করার নিয়ম বা স্কিটো সিমের ব্যালেন্স চেক করার কোড অনেকেই জানেন না। সাধারণত আমরা অন্যান্য সিমে যে ভাবে ব্যালেন্স চেক করি Skitto সিম এ একটু ব্যতিক্রম। তাই আমি আজ স্কিটো সিমের ব্যালেন্স চেক করার নিয়ম, স্কিটো সিমের এমবি চেক করার নিয়ম এবং স্কিটো সিমের এসএমএস ও মিনিট চেক করার নিয়ম দেখাবো।
স্কিটো সিমের ব্যালেন্স চেক করার নিয়ম - Skitto SIM Balance Check Code
স্কিটো সিমের ব্যালেন্স বা টাকা চেক করার নিয়ম একটু ভিন্ন। সাধারণত আমরা গ্রামীণফোন এর ব্যালেন্স চেক করি *566# দিয়ে। কিন্তু Skitto সিমে ব্যালেন্স চেক করার জন্য আপনাকে ডায়াল করতে হবে *121*1# অথবা, *121*1*1# । এছাড়াও অ্যাপস থেকেও দেখতে পারবেন।
আরো পড়ুন: 013 কোন সিমের নাম্বার | ০১৩ এটা কোন সিম
স্কিটো সিমে এমবি দেখার নিয়ম - Skitto Sim MB Check Code
স্কিটো সিমে এমবি দেখার কোডটি হলো *121*1*3# । এছাড়াও আপনি স্কিটো অ্যাপস থেকেও এমবি বা ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন।
স্কিটো সিমের মিনিট চেক করার কোড - Skitto Sim Minute Check
স্কিটো সিম এ মিনিট চেক করার জন্য আপনাকে ডায়াল করতে হবে *121*1*2# । অ্যাপস এর মাধ্যমেও মিনিট চেক করতে পারবেন।
আরো পড়ুন: টেলিটক নাম্বার দেখার উপায় ২০২২ - (নতুন নিয়মে)
স্কিটো সিমের এসএমএস চেক করার নিয়ম - Skitto SIM SMS Check Code
স্কিটো সিমে এসএমএস চেক করার জন্য ডায়াল করুন *121*1*4# । স্কিটো অ্যাপস ডাউনলোড করার জন্য ক্লিক করুন।
আরো পড়ুন: 015 কোন সিমের নাম্বার | ০১৫ এটা কোন সিম
একনজরে সবকিছু:
USSD কোড ডায়াল করেও আপনি খুব সহজে বিভিন্ন প্রকার ব্যালেন্স চেক করতে পারবেন।
কোডগুলো নিচে দেওয়া হলোঃ
মোবাইল টাকা ব্যালেন্সঃ *121*1*1#
মিনিট ব্যালেন্সঃ *121*1*2#
ইন্টারনেট ব্যালেন্সঃ *121*1*3#
এসএমএস ব্যালেন্সঃ *121*1*4#
আমাদের ফেসবুক পেজ ফলো করুন।