১৩. ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন কারা?
ক. পর্তুগীজরা
খ. ইংরেজরা
গ. ওলন্দাজরা
ঘ. ফরাসিরা
ব্যাখ্যা: পর্তুগীজ নাবিক ‘বার্থোলোমিউ দিয়াজ’ দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে ইউরোপ থেকে পূর্বদিকে জলপথে আসার আভাস দেন (১৪৮৭ সালে)। সেই সূত্র ধরে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতের আসার জলপথ আবিষ্কার করেন (১৪৯৮ সালে) এবং সর্বপ্রথম ভারতের কালিকট বন্দরে আসেন। ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলা আসেন পর্তুগিজ (১৫১৬ সালে)। তাঁরা চট্টগ্রামে বাণিজ্য কুটি স্থাপন (১৫৩৭ সালে) করেন এবং শের শাহ চট্টগ্রাম থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন ১৫৩৮ সালে। উলেখ্য, পর্তুগীজরা প্রথম বাংলায় বাণিজ্য কুটি স্থাপন করেন (১৫১৪ সালে) উড়িষ্যার অন্তর্গত পিপালি নামক স্থানে।
আরো বিসিএস প্রশ্ন: