১১. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
(ক) ২২৫ নটিক্যাল মাইল
(খ) ২০০ নটিক্যাল মাইল
(গ) ১০ নটিক্যাল মাইল
(ঘ) ২৫০ নটিক্যাল মাইল
ব্যাখ্যা: উপকূল হতে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা ১২ নটিক্যাল মাইল (১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিমি); বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা হলাে ২০০ নটিক্যাল মাইল এবং মহীসােপানের দৈর্ঘ্য হলাে ৩৫০ নটিক্যাল মাইল।
আরো বিসিএস প্রশ্ন:
ইংরেজি এসইও টেস্ট প্রশ্ন: What does the 302 server response code signify?