১০তম বিসিএস প্রিলিমিনারী এর সাধারণ বিজ্ঞান প্রশ্নের উত্তর ব্যাখ্যাসহ
১। নবায়নযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ হলো---
ক. পারমাণবিক জ্বালানি
খ. পিট কয়লা
গ. ফুয়েল সেল
ঘ. সূর্য
ব্যাখ্যা: যে সব শক্তির উৎস অফুরন্ত এবং বারবার ব্যবহার করা যায় তাদেরকে নবায়নযোগ্য শক্তির উৎস বলে। বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন: সূর্যের আলো ও তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি (জৈবভর), ভূ-তাপ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র-তাপ, জোয়ার-ভাটা, শহুরে আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়।
২। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ--
ক. রান্নার জন্য তাপ নয় চাপ কাজে লাগে
খ. বদ্ধপাত্রে তাপ সংরক্ষিত হয়
গ. উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
ঘ. সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক
ব্যাখ্যা: প্রেসার কুকারে ঢাকনা বদ্ধ পাত্র যার অভ্যন্তরে স্বাভাবিক বায়ুমন্ডলীয় চাপের চেয়ে অধিক চাপ সৃষ্টি হয়। উচ্চচাপে তরলের স্ফুনাংক বৃদ্ধি পায়। এই জন্য প্রেসার কুকারে পানি উচ্চ তাপমাত্রায় (১২০ ডিগ্রি সে. বা তার চেয়ে অধিক বেশি)। ফলে প্রেসার কুকারে তাড়াতাড়ি রান্না হয়।
৩। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
ক. প্রেট্রোল
খ. কয়লা
গ. প্রাকৃতিক গ্যাস
ঘ. বায়োগ্যাস
ব্যাখ্যা: গাছপালা, জীবজন্ত প্রভৃতি কোটি কোটি বছর মাটির নীচে চাপা পরে এসব পদার্থের জৈব বিধ্বংসী পাতন ঘটে এবং এর ফলে পেট্রোলিয়াম, কয়লা, প্রাকৃতিক গ্যাস তৈরি হয়, যা জীবাশ্ম জ্বালানি হিসাবে পরিচিত।
৪। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয়---
ক. অয়ন বায়ু
খ. প্রত্যয় বায়ু
গ. মৌসুমী বায়ু
ঘ. নিয়ত বায়ু
ব্যাখ্যা: যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় নিয়ত বায়ু। ঋতুভেদে যে বায়ু প্রবাহিত হয় তাকে মৌসুমী বায়ু বলে।
৫। সাধারণ ড্রাইসেলের ইলেকট্রোড হিসেবে বয়েছে--
ক. তামার দন্ড ও দস্তার পাত
খ. তামার পাত ও দস্তার পাত
গ. কার্বন দন্ড ও দস্তার কৌটা
ঘ. তামার দন্ড ও দস্তার কৌটা
ব্যাখ্যা: সাধারণ ড্রাইসেলে ইলেক্ট্রোড হিসাবে কার্বন ও দস্তার চোঙা পাত্র ব্যবহৃত হয়।
৬। মাছ অক্সিজেন নেয়--
ক. মাঝে মাঝে পানির উপর নাক তুলে
খ. পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে
গ. পটকার মধ্যে জমানো বাতাস হতে
ঘ. পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে
ব্যাখ্যা: মাছ ফুলকার সাহায্যে পানিতে দ্রবীভূত বাতাস হতে অক্সিজেন গ্রহণ করে।
৭। দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ--
ক. এতে বিদ্যুতের অপচয় কম হয়
খ. পথে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে
গ. অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়
ঘ. প্রয়োজনমত ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়
৮। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের ওপর দিয়ে গেছে তা হলো---
ক. মূল মধ্যরেখা
খ. কর্কটক্রান্তি রেখা
গ. মকরক্রান্তি রেখা
ঘ. আন্তর্জাতিক তারিখ রেখা
ব্যাখ্যা: কর্কটক্রান্তি রেখা হলো নিরক্ষরেখার ২৩.৫০ ডিগ্রি উত্তর অক্ষাংশ। নিরক্ষরেখার ২৩.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা বলে। লন্ডলের গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে দক্ষিণ মেরু ও উত্তর মেরু পর্যন্ত অতিক্রান্ত মধ্যরেখাকে বলে মূল মধ্যরেখা।
৯। আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে--
ক. অক্সিজেন ও গ্লুকোজ
খ. অক্সিজেন ও রক্তের আমিষ
গ. ইউরিয়া ও গ্লুকোজ
ঘ. এমাইনো এসিড ও কার্বন ডাই অক্সাইড
ব্যাখ্যা: দেহকোষ রক্ত হতে অক্সিজেন ও গ্লুকোজ গ্রহণ করে। রক্তের হিমোগ্লোবিন অক্সিজেন ফুসফুসে হতে কোষে ও কার্বন ডাই অক্সাইডকে ফুসফুসে নিয়ে আসে। অন্যদিকে গ্লুকোজ রক্ত কর্তৃক দেহের সকল অংশে স্থানান্তরিত হয়।
১০। সংকর ধাতু পিতলের উপাদান--
ক. তামা ও টিন
খ. তামা ও দস্তা
গ. তামা ও নিকেল
ঘ. তামা ও সীসা
ব্যাখ্যা: সংকর ধাতু পিতলের উপাদান তামা ও দস্তা। সংকর ধাতু ব্রোঞ্জ এর উপাদান তামা ও টিন।
১১। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন?
ক. মহাকর্ষ বলের জন্য
খ. মাধ্যাকর্ষণ বলের জন্য
গ. আমরা স্থির থাকার জন্য
ঘ. পৃথিবীর সংঙ্গে আমাদের আবর্তনের জন্য
১২। যে তিনটি মূখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সব বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো--
ক. লাল, সবুজ, আসমানী
খ. লাল, কমলা, বেগুনী
গ. হলুদ, সবুজ, নীল
ঘ. লাল, নীল, বেগুনি
ব্যাখ্যা: লাল, সবুজ ও আসমানী এ তিনটি মৌলিক রং। অন্য সকল রং এ তিনটি রং হতে তৈরি করা যায়।
১৩। বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল যা--
ক. তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তর করে
খ. তাপশক্তিকে তড়িৎ শক্তিতে রুপান্তর করে
গ. যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রুপান্তর করে
ঘ. তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তর করে
১৪। কচুশাকে বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো--
ক. ভিটামিন এ
খ. ভিটামিন সি
গ. লৌহ
ঘ. ক্যালসিয়াম
১৫। জলজ উদ্ভিদ সহজে পানিতে ভাসতে পারে। কারণ---
ক. এরা অনেক ছোট হয়
খ. কান্ডে বায়ুকুঠুরী থাকে
গ. এরা পানিতে জন্মে
ঘ. পাতা অনেক কম থাকে
আরো পড়ুন:
১. ১০ তম বিসিএস সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর - ব্যাখ্যাসহ দেখুন
২. ১০তম বিসিএস প্রিলিমিনারী এর বাংলা প্রশ্নের উত্তর ব্যাখ্যাসহ