প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই আল্লাহুর অশেষ রহমতে ভালো আছো। আজকে শেখাবো পর্যায় সারণি মনে রাখার কৌশল। পারমানবিক সংখ্যা মনে রাখার কৌশল ছন্দে ছন্দে শিখার জন্য আমাদের এই পোস্টটি পরিপূর্ণ পড়ুন মনোযোগ সহকারে তাহলে আশা করছি বুঝতে পারবেন। ইনশাআল্লাহ
পর্যায় সারণি ছবি |
পর্যায় সারণি মনে রাখার কৌশল
পড়ুন: জৈব রসায়ন MCQ
পর্যায় সারণির গ্রুপ মনে রাখার উপায়
১। পর্যায় সারণির গ্রুপ-১ এর মৌলসমূহ মনে রাখার কৌশল
লি = Li (লিথিয়াম)
না = Na (সােডিয়াম)
কে = K (পটাশিয়াম )
রুবি = Rb (রুবিডিয়াম)
সাজাবে = Cs (সিজিয়াম)
ফ্রান্সে = Fr (ফ্রান্সিয়াম)
সূত্র: “হে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে”
২। পর্যায় সারণির গ্রুপ-২ এর মৌলসমূহ মনে রাখার কৌশল
পর্যায় সারণিতে গ্রুপ- (2A) -এর মৌলসমূহ হল: Be, Mg, Ca, Sr, Ba, Ra
বিরিয়ানি = Be (বেরিলিয়াম)
মোগলাই = Mg ( ম্যাগনেসিয়াম)
কাবাব = Ca (ক্যালসিয়াম)
সরিয়ে = Sr (স্ট্রোনসিয়াম)
বাটিতে = Ba (বেরিয়াম)
রাখো = Ra (রেডিয়াম)
সূত্র: “বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো”
১৩। পর্যায় সারণির গ্রুপ-১৩ এর মৌলসমূহ মনে রাখার কৌশল
পর্যায় সারণিতে গ্রুপ- (3A) -এর মৌলসমূহ হল: B, Al, Ga, In, Ti
বাংলাদেশ = B (বোরন)
আওয়ামীলীগ = Al (অ্যালুমিনিয়াম)
গেল = Ga (গ্যালিয়াম)
ইন্ডিয়া = In (ইনডিয়াম)
ট্যুরে = Ti (থ্যালিয়াম)
সূত্র: “বাংলাদেশ আওয়ামীলীগ গেল ইন্ডিয়া ট্যুরে”
১৪। পর্যায় সারণির গ্রুপ-১৪ এর মৌলসমূহ মনে রাখার কৌশল
পর্যায় সারণিতে গ্রুপ- (4A) -এর মৌলসমূহ হল: C, Si, Ge, Sn, Pb
ছি! = C (কার্বন)
সিলেট = Si (সিলিকন)
গেলেন? = Ge (জারমেনিয়াম)
সমস্যায় = Sn (টিন)
পড়বেন = Pb (লেড)
সূত্র: “ছি! সিলেট গেলেন? সমস্যায় পড়বেন।”
১৫। পর্যায় সারণির গ্রুপ-১৫ এর মৌলসমূহ মনে রাখার কৌশল
পর্যায় সারণিতে গ্রুপ- (5A) -এর মৌলসমূহ হল: N, P, As, Sb, Bi
নাই = N (নাইট্রোজেন)
প্রিয়া = P (ফসফরাস)
আজ = As (আর্সেনিক)
সবই = Sb (অ্যান্টিমনি)
বিরহের = Bi (বিসমাথ)
সূত্র: “নাই প্রিয়া আজ সবই বিরহের”
১৬। পর্যায় সারণির গ্রুপ-১৬ এর মৌলসমূহ মনে রাখার কৌশল
পর্যায় সারণিতে গ্রুপ- (6A) -এর মৌলসমূহ হল: O, S, Se, Te, Po
ওর = O (অক্সিজেন)
ছোট = S (সালফার)
ছেলেটা = Se (সেলেনিয়াম)
টেবিলে = Te (টেলুরিয়াম)
পড়ে = Po (পোলোনিয়াম)
সূত্র: “ওর ছোট ছেলেটা টেবিলে পড়ে”
১৭। পর্যায় সারণির গ্রুপ-১৭ এর মৌলসমূহ মনে রাখার কৌশল
পর্যায় সারণিতে গ্রুপ- (7A) -এর মৌলসমূহ হল: F, Cl, Br, I, At
ফ্লোর = F (ফ্লোরিন)
কলনীর = Cl (ক্লোরিন)
বাসায় = Br (ব্রোমিন)
আন্টি = I (আয়োডিন)
আছে = At (অ্যাস্টাটিন)
সূত্র: “ফ্লোর কলনীর বাসায় আন্টি আছে”
১৮। পর্যায় সারণির গ্রুপ-১৮ এর মৌলসমূহ মনে রাখার কৌশল
পর্যায় সারণিতে গ্রুপ- (8A) -এর মৌলসমূহ হল: He, Ne, Ar, Kr, Xe, Rn
হে = He ( হিলিয়াম)
না = Ne (নিয়ন)
আর = Ar (আর্গন)
করিম = Kr (ক্রিপ্টন)
যাবে = Xe (জেনন)
রমনায় = Rn (রেডন)
সূত্র: “হে না আর করিম যাবে রমনায়”
আরো পড়ুন: প্লাস্টিড কি? কাকে বলে? কত প্রকার ও কি কি?
Keyword: বাংলা ধাতু মনে রাখার কৌশল, পারমানবিক সংখ্যা মনে রাখার কৌশল, ধাতু ও অধাতু মনে রাখার কৌশল, পর্যায় সারণি মনে রাখার কৌশল, পর্যায় সারণির পর্যায় নির্ণয়, মৌলের ইলেকট্রন বিন্যাস ও গ্রুপ নম্বর, পর্যায় নম্বর বের করার নিয়ম, ইলেকট্রন বিন্যাস করার নিয়ম, পর্যায় সারণির গ্রুপ নির্ণয়, পর্যায় সারণি ছবি, পর্যায় সারণিতে ধাতু কয়টি, পর্যায় সারণির কিছু ব্যতিক্রম, মেন্ডেলিফের পর্যায় সারণির বৈশিষ্ট্য, আধুনিক পর্যায় সারণির মূল ভিত্তি কি, আধুনিক পর্যায় সূত্র কে আবিষ্কার করেন, পর্যায় সারণি প্রশ্ন, পর্যায় সারণির গ্রুপ নির্ণয়, পর্যায় সারণির গ্রুপ 1 ভুক্ত, পর্যায় সারণি ছবি